মোঃ রেজাউল হক শাকিল।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন।
সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ কাউছার হামিদ এর পরিচালনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার শান্তনু, বিআরডিবির চেয়ারম্যান আক্তার হোসেন, শশীদল বিজিবি ক্যাম্প কমান্ডার ফারুক কামাল, সালদা নদী বিজিবি ক্যাম্প কমান্ডার, ইউপি চেয়ারম্যান পর্যায়ক্রমে ফরিদ উদ্দিন, জহিরুল হক, ওমর ফারুক, মনির হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম আলাউল, আব্দুল আল মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।