1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় শীতের তীব্রতায় জনজীবনে স্থবিরতা - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

ব্রাহ্মণপাড়ায় শীতের তীব্রতায় জনজীবনে স্থবিরতা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৭২৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

গত কয়েক দিনের মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জেঁকে বসেছে শীত। কোথাও কোথাও মাঝারি ও গাঢ় কুয়াশা দেখতে পাওয়া গেছে। এতে গত কয়েক দিন ধরে তুলনামূলক স্বাভাবিকের চেয়ে অতিমাত্রায় শীত অনুভূত হচ্ছে। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তবে এ রকম পরিস্থিতি থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক রাত থেকেই ভারি কুয়াশা পড়ার কারণে রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করে। ভোরের দিকে এর তীব্রতা আরও বাড়ে। ভোর থেকে সূর্য না ওঠার কারণে বেলা বাড়লেও তাপমাত্রার তেমন তারতম্য ঘটে না। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সকালের দিকে চায়ের দোকানগুলোতে কিছু লোক দেখা গেলেও রাস্তাঘাটে লোকসমাগম তেমন একটা দেখা যায় না। বেলা বাড়লে লোকসমাগম কিছুটা বাড়লেও উল্লেখযোগ্য হারে কম। বিশেষ প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। রাতে ও দিনে খড়কুটো বা গাছের মরা ডালপালা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্তরা।ঘন কুয়াশা, তীব্র শীত ও উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। এতে শীতজনিত রোগবালাই বাড়ছে। এদিকে তীব্র শীতের কারণে কাজকর্ম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গত কয়েক দিনের কনকনে শীতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র ও হতদরিদ্র পরিবারের সদস্যরা। দিনে সূর্যের আলো না দেখা যাওয়ায় ও প্রচণ্ড শীতের কারণে স্বাভাবিক কাজকর্মেও ব্যাঘাত ঘটছে। মাঠে খেটে-খাওয়া মানুষ পড়েছেন বিপাকে।

স্থানীয় বাসিন্দা আবু কাউসার বলেন, গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার রাতে টিনের চালে বৃষ্টির ফোটার মতো শিশির ঝরার শব্দ শোনা যায়। গায়ে থাকা গরম কাপড়ও যেনো ঠান্ডা হয়ে আসে। সারাদিন সূর্যের উপস্থিতি তেমন একটা না থাকায় এ কদিন শীতের তীব্রতা অনেক বেড়েছে।

জীবিকার তাগিদে বের হওয়া অটোরিকশা চালক ফিরোজ মিয়া বলেন, গত কয়েক দিন যাবত অনেক শীত পড়ছে। আজকে আরও কনকনে শীত। হিম শীতের মধ্যেই গাড়ি চালাতে বের হয়েছি। শীতে হাত-পা অবশ হয়ে আসছে। কিন্তু কী করবো জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে।

এদিকে এরকম শীতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে পরামর্শ দিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, শীত মৌসুমে শীতজনিত রোগ থেকে সুরক্ষা পেতে প্রয়োজনমতো গরম কাপড় পরতে হবে। বিশেষ করে তীব্র শীতের সময় কান ঢাকা টুপি এবং গলায় মাফলার বা গলা ঢাকার মতো গরম কাপড় ব্যবহার করতে হবে। তাজা ও পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। এসব খাবার দেহকে সতেজ রাখার পাশাপাশি রোগপ্রতিরোধে সহায়তা করবে।

তিনি আরও বলেন, এ সময়টাতে বিশেষ করে শিশু ও বয়স্করাই শীতজনিত রোগে বেশি আক্রান্ত হয়। এ জন্য শিশু ও বয়স্কদের দিকে বিশেষ যত্নবান হতে হবে। এ ছাড়াও সব বয়সের মানুষকেই এই শীত মৌসুমে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD