নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন,দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনার পক্ষে জাতীয় ঐক্যের দরকার। আগামী ৭ জানুয়ারি ভোট উতসবের মাধ্যমে প্রমান করতে হবে জাতি শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ।
বিশ্ববাসীকে দেখাতে হবে শেখ হাসিনা ই জাতির নেতা। কুমিল্লায় চারিদিকে তাকিয়ে দেখেন,শেখ হাসিনার মার্কা, বঙ্গবন্ধুর মার্কা,নৌকার পক্ষে কুমিল্লায় গণ জোয়ারে বইছে। কুমিল্লা অনেক ক্ষেত্রে দেশের ১ নম্বর। এবার ভোটে আমরা দেশের ১ নম্বর হতে চাই।
গতকাল সোমবার (১ জানুয়ারি ) নগরীতে কয়েকটি নির্বাচনী এলাকায় ও বিকেলে ইউনিয়নের আমড়াতলী ও রত্নাবতীতে উঠান বৈঠকে সন্ধ্যায় ১২ নং ওয়ার্ডের অজিতগুহ মহাবিদ্যালয়,রাতে ১৭ ও ১৮ নং ওয়ার্ডের নুরপুর এলাকায় আয়োজিত বিশাল বৈঠকে বক্তব্য রাখেন এমপি বাহার।
এসব সভায় এমপি বাহার আরও বলেন, জনগনের ভোটে জয়ী হয়ে দীর্ঘ ১৫ বছরে উন্নয়ন অগ্রগতিতে জাতির মাথা উচু করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কুমিল্লায় কোন উন্নয়ন বাকি রাখি নাই। এমন কোন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ নেই যেখানে টাকা দেইনি। প্রত্যেকটি প্রতিষ্ঠানপ কয়েক দফা অনুদান দিয়েছি।নিজ দায়িত্ববোধ থেকে কাজ করেছি। এবার সুন্দর কুমিল্লা গড়তে নৌকায় ভোট বিপ্লব ঘটাতে হবে।