তিতাস (কুমিল্লা) প্রতিনিধি.
কুমিল্লার তিতাসে ভোট বর্জনের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের সময় তিতাস উপজেলা বিএনপির সদস্যসচিব মেহেদী হাদান সেলিমকে জরিমানা করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে বাতাকান্দি বাজারের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮৮ ধারা মোতাবেক পাঁচ শত টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রট আশিক উর রহমান।
এ ব্যাপারে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া বলেন,আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছিলাম। যাতে করে সাধারণ মানুষ এই পাতানো নির্বাচনে অংশ গ্রহন না করে। কর্মসূচি শেষ করে ফেরার পথে পুলিশ আমাদের তাড়া করলে,আমরা দৌড়ে পালাতে গেলে পুলিশ আমাকে আটক করে। তার পর ভ্রাম্যমাণ আদালত আমাকে পাঁচ শত টাকা জরিমানা করে থানায় নিয়ে যায়। তার পর থানা থেকে আমি চলে আসি।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপির সদস্যসচিব মেহেদী হাসান সেলিম ভূইয়াকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু তাকে থানায় আনা হয়নি।
এ তিতাস উপজেলা সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) নাজমুল হাসান বলেন,নির্বাচনী আইন অনুযায়ী যা করার আমরা ঠিক তাই করেছি।