মোঃ রেজাউল হক শাকিল ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর গ্রামে দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি’র নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে রামনগর গ্রামে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নৌকা মার্কার অফিস উদ্বোধন করা হয়। আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন ভূইয়া এর সভাপতিত্বে ও মালাপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা শেফাউল করিম এর পরিচালনায় নির্বাচন অফিস উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া। এসময় হাজী শাহ আলম, মোঃ ছাদেক, মিন্টু হাজারী, রমিজ মিয়া, রহমান আলী, আবু কালাম মেম্বার, তোরাব আলী, আবিদ আলী, দুলাল মিয়া, হাছান ভূইয়া, জুনাব আলী, মনির হোসেন, খোরশেদ আলম, রুকু ভূইয়া, আব্দুর রৌফ ভূইয়াসহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে অফিস উদ্বোধন করা হয়। দোয়া পাঠ করেন ক্বারী আব্দুল কাদের।