1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বরুড়ায় জোড়া খুন ঘটনায় দুই পক্ষের মামলার আসামি ৩৪ - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

বরুড়ায় জোড়া খুন ঘটনায় দুই পক্ষের মামলার আসামি ৩৪

  • প্রকাশিতঃ রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২১ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার বরুড়ায় ১৩ গণ্ডা জায়গার জন্য দুই পক্ষের সংঘর্ষে জোড়া খুনের ঘটনায় পক্ষে বিপক্ষে দুইটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালের ঘটনার পর রবিবার (৩ সেপ্টেম্বর) মামলা দায়ের করে দুটিপক্ষ। ইতিমধ্যে মামলার এজাহানামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।
আসামিদের মধ্যে পুলিশ গ্রেফতার করেছে, ভবানীপুর ইউনিয়নের পোমতলা গ্রামের মৃত হাজী এরশাদের ছেলে দেলোয়ার হোসেন কালু ও নওয়াব আলীর ছেলে মো. মোস্তফা কামালকে। এসময় দেলোয়ার হোসেন কালুর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, নিহত খোরশেদের মা ছালেহা বেগম একটি মামলা দায়ের করেছেন। অপরপক্ষে নিহত সাত্তারের স্ত্রী রোশন আরা বেগম আরেকটি মামলা দায়ের করেন। আমরা উভয় পক্ষের মামলা নিয়েছি। যেই জমিটি নিয়ে সংঘর্ষ হয় দুপক্ষই মামলার এজাহারে ওই জমি তাদের বলে দাবি করেছে।
নিহত খোরশেদের মায়ের দায়ের করা মামলার আসামি ১৭ জন। এজাহারনামীয় আসামি ৯ জন। তারা হলেন, জালগাঁও গ্রামের মৃত হাসন আলীর ছেলে নিহত আবদুল সাত্তার, মৃত নওয়াব আলীর ছেলে মো. মোস্তফা কামাল(৪৫). মোঃ মোস্তফা কামালের ছেলে আল আমিন(২৩), আব্দুল মালেকের ছেলে আবুল কালাম(৩২), পোমতলা গ্রামের মৃত হাজী এরশাদের ছেলে দেলোয়ার হোসেন কালু(৩৮), উত্তর লক্ষীপুর গ্রামের মকবুল আহম্মেদের ছেলে ওয়াহিদ(৩৭), আলোকদিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে বাবলু(৩২), শফিকুর রহমানের ছেলে শুভ(২৫), তালুকপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে রুবেলসহ(৩৫) অজ্ঞাতনামা ৮ জন।
অপরদিকে সাত্তারের স্ত্রী রোশন আরা বেগমের দায়ের করা মামলার আসামিও ১৭ জন। এজাহারনামীয় আসামি জালগাঁও গ্রামের মো. জামালের ছেলে খোরশেদ(৩২), মো. বাবুলের ছেলে রবিন(২৮), সেকান্দার আলীর ছেলে মোশারাফ হোসেন ওরপে মোরশেদ(৪০), মো. বাবুলের ছেলে ইমন(২০), জামালের ছেলে জহির(২৫), মৃত আবুল হাসেমের ছেলে আব্দুর রাজ্জাক(৪৫), মৃত কলিম উদ্দিনের ছেলে সেকান্দর আলী(৬০), মৃত আব্দুল গনির ছেলে জয়নাল(৪৬) ও আজাদসহ (৪০) অজ্ঞাতনামা ৮ জন।
এর আগে, শুক্রবার (১ সেপ্টেম্বর) কুমিল্লার বরুড়ার ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়। শুক্রবার সাড়ে ৯টার দিকে জালগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরো কয়েকজন হাসপাতালে আছে। এঘটনায় নিহত হয় জালগাঁও গ্রামের হাসান আলীর ছেলে আবদুল সাত্তার ও জামাল হোসেনের ছেলে খোরশেদ আলম। আহতরা হলেন, নিহত খোরশেদের আত্মীয় মো. জহির, মো. জয়নাল ও মো. মোরশেদ।
ইউপি চেয়ারম্যান মো. খলিলুর জানান, আবদুল সাত্তারের একটি জমি নিয়ে প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এই ঘটনায় আদালতে মামলাও চলমান। সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোরশেদ ও জহিরসহ কয়েকজন তাদের বাধা দিতে যায়। এ সময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চারজনকে এলোপাতারি আঘাত করে এতে হাসপাতালে নেয়ার পথে মারা যায় খোরশেদ। এই ঘটনা শুনে জয়নালের লোকেরা এসে তাকে এলোপাতাড়ি আঘাত করলে সাত্তারও ঘটনাস্থলে মারা যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD