1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার ১১ আসনে ভোটার বেড়েছে লাখেরও বেশি,কেন্দ্র বাড়ছে ২৩৯টি - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

কুমিল্লার ১১ আসনে ভোটার বেড়েছে লাখেরও বেশি,কেন্দ্র বাড়ছে ২৩৯টি

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা জেলার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ টি আসনে ১ হাজার ৫ শত ৫৭টি কেন্দ্র খসড়া হিসেবে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ছিলো ১ হাজার ৩ শ ১৮টি । এবার ভোট কেন্দ্র বেড়েছে ২ শত ৩৯টি। বিলুপ্ত কিংবা পরিবর্তনকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ৩৮টি। জেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
কুমিল্লা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা ভোট কেন্দ্র স্থাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মুঞ্জুরুল আলম জানান, আমরা খসড়া হিসেবে ভোট কেন্দ্রের তথ্য প্রকাশ করেছি। এসব ভোট কেন্দ্রের বিষয়ে দাবী বা আপত্তি গ্রহনের জন্য ৩১ আগষ্ট শেষ দিন ধার্য্য করা হয়েছে। ১১ সেপ্টেম্বর দাবী বা আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ। আগামী ১৭ সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্র চুড়ান্ত করন করা হবে।
তথ্য সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য দাউদকান্দি উপজেলায় খসড়া ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১২৫টি, কেন্দ্র বেড়েছে ৩২টি। তিতাস উপজেলায় ৫১টি, কেন্দ্র বেড়েছে ৬টি। হোমনা উপজেলায় কেন্দ্র ৫৭টি, কেন্দ্র বেড়েছে ৪টি। মেঘনা উপজেলায় ৩৬টি কেন্দ্র, বৃদ্ধি পায়নি একটিও। মুরাদনগর উপজেলায় ১৬৩ কেন্দ্র, বৃদ্ধি পেয়েছে ২৬টি। দেবিদ্বার উপজেলায় ১১৪টি কেন্দ্র, বৃদ্ধি পেয়েছে ৪টি। ব্রাহ্মনপাড়ায় ৬৮টি, বৃদ্ধি পেয়েছে ৪টি। ব্রাহ্মণপাড়ায় কেন্দ্র ৬৮টি , বৃদ্ধি পেয়েছে ১২টি। বুড়িচংয়ে কেন্দ্র ৯৪ টি, বৃদ্ধি পেয়েছে ১২টি। কুমিল্লা আদর্শ সদর ও সিটি কর্পোরেশনে কেন্দ্র ১৫৯টি, বৃদ্ধি পেয়েছে ৩২টি। চান্দিনায় কেন্দ্র ১০২টি, বৃদ্ধি পেয়েছে ১৯টি। বরুড়ায় কেন্দ্র ১০৫টি, বৃদ্ধি পেয়েছে ৬টি। লাকসামে কেন্দ্র ৬৬টি, বৃদ্ধি পায়নি। মনোহরগঞ্জে কেন্দ্র ৬৬টি, বৃদ্ধি পেয়েছে ৬টি। সদর দক্ষিণ উপজেলায় কেন্দ্র ৬০টি, বৃদ্ধি পাওয়া কেন্দ্রের সংখ্যা ২৫ টি। লালমাই উপজেলায় কেন্দ্রের সংখ্যা ৫৩টি, বৃদ্ধি পেয়েছে ৪টি। নাঙ্গলকোট উপজেলায় কেন্দ্র ৯১টি, বেড়েছে ১ টি। চৌদ্দগ্রামে খসড়া কেন্দ্র ১৪৭ টি,বৃদ্ধি পেয়েছে ৪০ টি।
কুমিল্লা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা ভোট কেন্দ্র স্থাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মুঞ্জুরুল আলম আরো জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খসড়া ভোটার হিসেবে ৭ লাখেরও বেশি ভোটার বেড়েছে। যে কারণে ভোটগ্রহণের জন্য কুমিল্লা জেলায় নতুন করে ভোট কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD