1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবিদ্বার নির্বাচন প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের দুই নেতা বহিস্কার - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

দেবিদ্বার নির্বাচন প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের দুই নেতা বহিস্কার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে মেয়র প্রার্থী হওয়ায় পৌর আওয়ামীলীগের সভাপতিসহ দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম রাজীব’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বহিষ্কৃত নেতারা হলেন, দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম ও পৌরসভার ২ নং ওয়ার্ডের সভাপতি এম.এ কাইয়ূম ভূঁঞা। এ বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রহুল আমিন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেবিদ্বার পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের লিখিত অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্রের বিধি ৪৭ (১১) ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম ও পৌরসভার ২নং ওয়ার্ডের সভাপতি এম.এ কাইয়ূম ভূঁঞাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়। যা বিজ্ঞপ্তি প্রকাশের দিন (৬জুলাই) থেকে কার্যকর বলে গণ্য করা হবে। তবে এ বিষয়ে ভিন্ন কথা বলছেন দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম সফি উদ্দিন। তিনি বলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এমন নোটিশ দিতে পারেন না। তাঁরা বড়জোড় সুপারিশ করতে পারবেন। দলীয় সভানেত্রী ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বহিস্কার করার একমাত্র ক্ষমতা রাখেন।

এবিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রহুল আমিন বলেছেন, দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম চেয়ারম্যান ও পৌরসভার ২ নং ওয়ার্ডের সভাপতি এম.এ কাইয়ূম ভূঁঞা বহিস্কার করা হয়েছে এটি কেন্দ্রীয় সিদ্ধান্ত। এ সিদ্ধান্তটি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সবাইকে অবগত করেছেন। দীর্ঘ ২২ বছর পর আগামী ১৭ জুলাই দেবিদ্বার পৌরসভায় প্রথম বারের মতো ভোট অনুষ্ঠিত হবে। আর এ ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD