1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কিস্তির টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার

কিস্তির টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় এনজিওর কিস্তির টাকার চাপে রুবিনা আক্তার আখি নামে এক গৃহবধূ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আখি ওই গ্রামের মো. বাপ্পীর স্ত্রী।

স্থানীয়রা জানান, আখি নগর স্বাস্থ্য কেন্দ্রের সাব সেন্টার ডুলিপাড়া কেন্দ্রে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি অনলাইনে নারীদের পোশাক বিক্রি করতেন। ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য বিভিন্ন এনজিও থেকে সপ্তাহে কিস্তি পরিশোধ করার মর্মে ঋণ নিয়েছিলেন। প্রতি সপ্তাহে তার কিস্তি আসতো ৩০ হাজার টাকা। এ টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে আখি আত্মহত্যার পথ বেছে নেন।

সাবেক ইউপি সদস্য হাফিজুল ইসলাম বলেন, নিহত আখির সাত বছর বয়সী একটি মেয়ে আছে। তার স্বামী চট্টগ্রামে একটি এনজিওতে চাকরি করেন। আখি একটি কিন্ডার গার্টেনে চাকরি করতেন। পরে কারোনার কারণে তার চাকরি চলে যাওয়ায় নগর স্বাস্থ্য কেন্দ্রে চাকরি নেন। পাশাপাশি তিনি অনলাইনে ব্যবসা করতেন। তবে ঋণ বেশি হওয়ায় তিনি আত্মহত্যা করেন।
কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সুমন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD