1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবীদ্বার পৌর নির্বাচনের মনোনয়নপত্র বাছাই; মেয়র পদে ১৩ প্রার্থীর মধ্যে ৬ প্রার্থীর বৈধতা - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

দেবীদ্বার পৌর নির্বাচনের মনোনয়নপত্র বাছাই; মেয়র পদে ১৩ প্রার্থীর মধ্যে ৬ প্রার্থীর বৈধতা

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১০৮ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে মেয়র পদে ১৩ প্রার্থীর মধ্য ৬ জন প্রার্থীর মনোয়নপত্র বৈধতা পেয়েছে এবং ৭ জন প্রার্থীর মনোনয়ন প্রথমিকভাবে বাতিল ঘোষনা করা হয়েছে।

সোমবার দুপুর ১২-৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দেবীদ্বার উপজেলা পরিষদ হল রুমে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম যাচাই- বাছাইয়ের পর প্রার্থীদের বৈধতা ঘোষনা করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, দেবীদ্বার থানা (ওসি তদন্ত) খাদিমুল বাহার বিন আবেদ সহ যাচাই-বাছাই কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মেয়র পদে মনোনয়নপত্রের বৈধতা পেলেন- আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মো. সাইফুল ইসলাম, স্বতন্ত্রপদে দৈনিক কালের কন্ঠ দেবীদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান, বিএনপি নেতা মো. শাহজাহান মোল্লা, মো. শরিফুল ইসলাম সুমন, আওয়ামীলীগ নেতা এম,এ কাইয়ুম ভুইয়া, এডভোকেট মো. সাইফুল ইসলাম সরকার।

বাতিল প্রার্থীরা হচ্ছেন আ’লীগ নেতা মো. মোসলেহ উদ্দিন ভুইয়া, দৈনিক যুগান্তর কুমিল্লা ব্যুরো প্রধান সাংবাদিক আবুল খায়ের, মো. ছায়েদুর রহমান (সবুর), আ’লীগ নেত মো. আবুল কাশেম, আ’লীগ নেতা এম গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা, শ্রমিকলীগ নেতা মোঃ কাউছার হায়দার, মো. ছিদ্দিকুর রহমান সরকার।

উল্লেখ্য, দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠার ২১ বছর পর স্থানীয় সরকার মন্ত্রনালয় গত ৩১ মে নির্বাচন তফসিল ঘোষণা করেন। ওই তফসিল অনুযায়ী আজ (১৯জুন সোমবার) ছিল মনোনয়ণপত্র যাচাই-বাছাই। ২৫ জুন প্রত্যাহার, ২৬ জুন প্রতীক বরাদ্ধ এবং ১৭ জুলাই ভোট গ্রহন। অন্যদিকে সংরক্ষিত কাউন্সিলর পদে- ১৯টির মধ্য ১টি শারমিন আক্তার ব্যাতিত সবগুলোকে বৈধ এবং সাধারন কাউন্সিলর পদে- ৭৬টির সব গুলোই বৈধতা পেয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD