1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবিদ্বার পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়নের জন্য কেন্দ্রে ৮ জনের নাম - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার

দেবিদ্বার পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়নের জন্য কেন্দ্রে ৮ জনের নাম

  • প্রকাশিতঃ সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৫২ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার বহুল প্রত্যাশিত প্রথম নির্বাচন দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ মে নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এলাকায় জোর প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের মাঝেও উচ্ছ্বাস বেড়েছে। হাফ ডজনেরও অধিক সম্ভাব্য প্রার্থী নৌকার মনোনয়নের জন্য দলের হাই কমান্ডে লবিং ও চেষ্টা-তদবির চালাচ্ছেন। এদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর তালিকায় ৮ জনের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেবিদ্বার পৌর আওয়ামী লীগ। রোববার বিকালে দলের কার্যনির্বাহী কমিটি ও দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিতিতে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আবদুল জলিল সোমবার সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কাসেম সওদাগর। দলীয় সূত্রে জানা যায়, নৌকার সম্ভাব্য প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কাশেম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী কেফায়েত উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা প্রভাষক সাইফুল ইসলাম শামীম,আওয়ামী লীগ নেতা স্বপন মোল্লা,এম.এ কাইয়ুম ভূঁইয়া ও মোসলেহ উদ্দিন মানিকের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। এ বিষয়ে পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবদুল জলিল বলেন, নৌকা প্রতিকে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য ৮ জনের কাগজপত্র আমরা হাতে পেয়েছি। এ তালিকা স্বল্প সময়ের মধ্যে উপজেলা ও জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার বলেন, ‘কার নাম কত নম্বরে গেল এটা বড় বিষয় নয়, আমরা উপজেলার মাধ্যমে যে তালিকা পাবো তা মঙ্গলবারের মধ্যে (৬ জুন) কেন্দ্রে জমা দিব।

দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকার মনোনয়ন দেবেন ওই প্রার্থীর পক্ষেই সবায় কাজ করতে হবে। তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামি ১৮ জুন এবং ইভিএমে আগামি ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪টি ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছে প্রায় ৪৪ হাজার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD