1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ধ্রুবতারার রজতজয়ন্তী উদযাপনঃ অ্যাওয়ার্ড প্রদান ও বিশেষ গীতি-নৃত্যালেখ্য - Dainik Cumilla
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

ধ্রুবতারার রজতজয়ন্তী উদযাপনঃ অ্যাওয়ার্ড প্রদান ও বিশেষ গীতি-নৃত্যালেখ্য

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ বার পঠিত

নেকবর হোসেন

সংস্কৃতি চর্চার ধারাবাহিকতাকে অব্যাহত রেখে কুমিল্লার অন্যতম শীর্ষ সাংস্কৃতিক সংগঠন “ধ্রুবতারা” উদযাপন করল তাদের গৌরবময় রজতজয়ন্তী।
গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মিলিত হয় সংস্কৃতি, শিক্ষা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব মাহমুদ।
ধ্রুবতারার সভাপতি ও বিশিষ্ট সংগীত প্রশিক্ষক  একরামুল হক এর সভাপতিত্বে

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রজতজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মাসুদ মজুমদার। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর সেলিনা রহমান।
বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, উদীচী কুমিল্লার সভাপতি শেখ ফরিদ আহমেদ, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক রোখসানা ফেরদৌস মজুমদার, কুমিল্লা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম, ওয়াইডাব্লিউসিএ জুনিয়র গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক কলি চৌধুরী, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, আনন্দধারা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আফরোজা হাসনাত, সংগীত শিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব, মিডিয়া ব্যক্তিত্ব টিপু চৌধুরী, ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহ্বায়ক গোলাম সামদানীসহ অন্যরা।

সঞ্চালনায় ছিলেন মাহতাব সোহেল ও রুমানা রুমি।শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা ‘ধ্রুবতারার’ দীর্ঘ সাংস্কৃতিক অভিযাত্রার প্রশংসা করেন।
রজতজয়ন্তীর বিশেষ আকর্ষণ ছিল বৃহত্তর কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য অবলম্বনে পরিবেশিত গীতি-নৃত্যালেখ্য “কুমিল্লা আমার কুমিল্লা”। প্রায় একশত শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত এ পরিবেশনা দর্শক-শ্রোতাকে মুগ্ধ করে রাখে।

সংগঠনের পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে “ধ্রুবতারা অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো, কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ওয়াইডাব্লিউসিএ জুনিয়র গার্লস হাই স্কুল, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আনন্দধারা বিদ্যাপীঠ।
আলোচনা সভা, সম্মাননা প্রদান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি রূপ নেয় অন্যরকম এক আবহে। পুরো অনুষ্ঠানজুড়ে উপস্থিত দর্শক-শ্রোতারা বিমোহিত হয়ে উপভোগ করেন ধ্রুবতারার রজতজয়ন্তীর এ মহোৎসব।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD