1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় আমার দেশ সাংবাদিক হাসানকে দমাতে চায় চাঁদাবাজরা - Dainik Cumilla
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লায় আমার দেশ সাংবাদিক হাসানকে দমাতে চায় চাঁদাবাজরা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ বার পঠিত

 

নেকবর হোসেন

যুবদল নেতা মাহাবুল আলী রাশেদের চাঁদাবাজির তথ্য প্রকাশ করায় আমার দেশ সাংবাদিক এম হাসানের নামে মামলা করা হয়েছে। বিষয়টিকে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা হিসেবে দেখছেন সাংবাদিকরা। এ ঘটনায় প্রতিবাদ জানাতে বুধবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং মামলাবাজদের আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, জুলাই বিপ্লবের আগে একটি পেশি শক্তির কাছে জিম্মি ছিলাম আমরা। এখন বহু পেশি শক্তির কাছে জিম্মি। আমরা মামলা প্রত্যাহার চাইব না, চালিয়ে যাব। কুমিল্লার আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ যে চাঁদাবাজ না, তা তাকেই প্রমাণ করতে হবে।
তারা বলেন, ‘আজকে এম হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল আপনার-আমার নামে মামলা হবে । যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, হাসান যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটি সব ক্রাইটেরিয়া মেনে প্রকাশিত হয়েছে। আমার দেশ পত্রিকায় প্রতিবাদও ছাপা হয়েছে। তারপরও আপনি (রাশেদ) মামলা করলেন । আপনার মান থাকলে তো হানি হতো । আপনি তো চাঁদাবাজ । কুমিল্লা শহরে কে কে চাঁদাবাজি করে আমরা সব জানি। যে রিপোর্টটি আমার দেশ’এ প্রকাশ হয়েছে আমাদের উচিত সবার আবার সেই রিপোর্টটি প্রকাশ করা।’

যুবদল নেতার চাঁদাবাজির সংবাদ প্রকাশ, সাংবাদিকের নামে মামলাযুবদল নেতার চাঁদাবাজির সংবাদ প্রকাশ, সাংবাদিকের নামে মামলা
মানববন্ধনে কুমিল্লার কাগজের উপ-সম্পাদক জহির শান্ত বলেন, ‘আমি অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম এম হাসানের উপর কখন একটা বাধা আসবে। আমরা দীর্ঘদিন কুমিল্লা শহরে কাজ করি আমরা জানি। কখন তার নামে মামলা হবে কখন তার উপর হামলা হবে। কারণ, এই সমাজের সত্যবাদিতার কোনো জায়গা নেই। সমাজের স্পষ্টবাদিতার কোনো জায়গা নেই । আমার দেশ পত্রিকায় কাজ করার পর থেকে এম হাসানের বিরুদ্ধে একটা পক্ষ উঠেপড়ে লেগেছে ‌। তারা চাইছে হাসানকে দমিয়ে দিতে। হাসানের বিরোধীরা আওয়ামীপন্থি হওয়ার কারণে গত ১৬ বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে । এখন দেখা গেল বিএনপি নেতারাও তার বিরুদ্ধে মামলা করেছে ।’

আমার দেশ কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি শাহ আলম সফির সভাপতিত্বে ও কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম খোকন চৌধুরী, কুমিল্লা প্রেস ক্লাবের সদস্য বৈশাখী টিভি কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন, আমার দেশ পাঠকমেলা কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মনির, চ্যানেল টোয়েন্টিফোর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান, নিউজ টুয়েন্টিফোর কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন, খবরের কাগজ কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত,কুমিল্লা প্রেস ক্লাবের বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক নেকবর হোসেন, রূপসী বাংলা স্টাফ রিপোর্টার এনকে রিপন, কুমিল্লা নিউজ সম্পাদক জহিরুল হক বাবু, দেশ টিভি কুমিল্লা প্রতিনিধি সুমন কবির, কালেরকণ্ঠ কুমিল্লা উত্তর প্রতিনিধি শাহীন আলম, নয়াদিগন্ত মাল্টিমিডিয়া প্রতিনিধি ফাহিম, বিজনেস বাংলাদেশের কুমিল্লা প্রতিনিধি আয়েশা আক্তার, সকালের সময় কুমিল্লা প্রতিনিধি রায়হান, আমার দেশ দাউদকান্দি প্রতিনিধি মোহন মিয়া, লালমাই প্রতিনিধি ইয়াকুব আলী নিমাল, আমাদের কুমিল্লা স্টাফ রিপোর্টার সোহাগ, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সারা বাংলার কুমিল্লা প্রতিনিধি রাসেল সোহেল, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক ও বার্তা টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মঈন নাসের খান রাফি, অর্থ সম্পাদক ও জিটিভির প্রতিনিধি মাইনউদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও কুমিল্লা ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন, ভোরের কলামের প্রতিনিধি ইয়াছিন মিয়া, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও খোলা কাগজের প্রতিনিধি শাহ ইমরান, সাফি, গিয়াসউদ্দিন প্রমুখ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD