নেকবর হোসেন
কুমিল্লার আদর্শ সদরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার লালপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে পালপাড়া এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেকে) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে কুমিল্লা রেলওয়ে পুলিশ।
নিহতের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা মোল্লা জানায়, সকাল ১০টার দিকে চট্টগ্রামগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৫৫। স্থানীয় লোকজনের দাবি, অজ্ঞাতপরিচয় ওই নারী দীর্ঘদিন ধরে লালপাড়া এলাকায় ঘুরাফেরা করতেন। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।