1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবির সম্মুখ সড়কে বেপরোয়া যানবাহন - Dainik Cumilla
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় বাজি ও চিংড়ি রেণু উদ্ধার গৌরীপুরে মামুন সম্রাটের মৃত্যুর খবরে মিষ্টি বিতরণ দাউদকান্দিতে বাস থেকে নেমে পানি কিনতে গিয়ে মাদক ব্যবসায়ী খুন মুরাদনগরে গোমতী নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নাঙ্গলকোটে শ্রমিক দলের পরিচিতি সভা সরকার চারটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে গেলেও একটি সদ্য জন্ম নেওয়া, নিবন্ধনহীন দলকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছ : নূরুল হক নূর কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪ নাঙ্গলকোটে হাছান জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান দাউদকান্দিতে চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাপা কুমিল্লা আঞ্চলিক শাখার নতুন কমিটি গঠন; বদরুল হুদা জেনু সভাপতি ও হুমায়ুন কবীর মাসউদক সাধারণ সম্পাদক

কুবির সম্মুখ সড়কে বেপরোয়া যানবাহন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪ বার পঠিত

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সম্মুখ সড়কটি বেপরোয়া যানবাহনের চলাচলের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জন্য দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রয়োজনীয় গতিরোধক, রাস্তা প্রশস্তকরন ও নিরাপত্তা উদ্যোগের অভাবে সড়কটি প্রায়ই দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কটি স্থানীয় বাসিন্দা, শিক্ষক এবং শিক্ষার্থীদের নিত্যদিনের যাতায়াতের একমাত্র পথ। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করেন। দ্রুতগামী মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল রয়েছে৷ তবে সড়কটিতে নেই কোন গতিরোধক। এছাড়া যানবাহন চলাচলের জন্য যতটুকু প্রশস্ততা প্রয়োজন সেই অনুযায়ী এটি কম।

এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের ভাষ্যমতে, এতো সংকীর্ণ রাস্তা বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়ক হিসেবে অনুপযুক্ত, যে কোনো সময়ে ঘটতে পারে দুর্ঘটনা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটা নিয়ে ভাবা উচিত বলে মনে করেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ফজিলাতুন নাহার বৃষ্টি বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়কটি অনেকটাই সংকীর্ণ। প্রতিনিয়ত ছোট-বড় যানবাহনের কারণে নৈমিত্তিক ভোগান্তিতে পড়তে হয়। শব্দ দূষণ, পরিবেশ দূষণ ও রাস্তা পারাপারের ঝুঁকিতে শিক্ষার্থীরা মানসিক চাপে থাকে।”

তিনি আরও বলেন, যান চলাচল পুরোপুরি বন্ধ করা না গেলেও নিয়ন্ত্রণ সম্ভব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে দ্রুত পদক্ষেপ নিতে পারে, যাতে শব্দ ও বায়ু দূষণ কমে এবং শারীরিক-মানসিক স্বাস্থ্যের ক্ষতি কিছুটা হলেও রোধ করা যায়।”

ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রিফাত বলেন, বিশ্ববিদ্যালয় একটি দেশের উচ্চশিক্ষার কেন্দ্র। এখানে দেশজুড়ে থেকে মেধাবী শিক্ষার্থীরা আসে। তাদের চলাচলের পথ যদি অনিরাপদ হয়, তাহলে তা কখনোই গ্রহণযোগ্য নয়। বেপরোয়া যানবাহনের কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: আব্দুল হাকিম বলেন, আমি বিষয়টি জেনেছি। এটি ইঞ্জিনিয়ারিং দপ্তরের অধিভুক্ত, তারাই মূলত এসব কাজ করে থাকে। তবে আমি তাদের সঙ্গে এবিষয়ে কথা বলবো।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD