1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় অনলাইন নিউজ পোর্টাল "প্রতি সময়" ৫ ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম জাবিরকে শুভেচ্ছা স্মারক প্রদান - Dainik Cumilla
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে কৃষক দলের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় একযোগে খাল দখলমুক্ত অভিযান, বন্যা মোকাবেলায় সচেষ্ট স্থানীয় প্রশাসন আ’লীগের ডাকা হরতালের প্রতিবাদে বুড়িচংয়ে বিএনপি’র মিছিল চৌদ্দগ্রামে জুলাই স্মৃতি ধরে রাখতে ‘এক শহীদ-এক বৃক্ষ’ কর্মসূচির উদ্বোধন কুমিল্লায় অনলাইন নিউজ পোর্টাল “প্রতি সময়” ৫ ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম জাবিরকে শুভেচ্ছা স্মারক প্রদান চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ চৌদ্দগ্রামে ২১ লাখ টাকা মূল্যের বিপুল কুমিল্লা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে তীব্র যানজট লাকসাম উপজেলা আজগরা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লাশ সেনাবাহিনীর অভিযানে মাদক ও গুলিসহ একজন আটক

কুমিল্লায় অনলাইন নিউজ পোর্টাল “প্রতি সময়” ৫ ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম জাবিরকে শুভেচ্ছা স্মারক প্রদান

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫ বার পঠিত

বুড়িচং প্রতিনিধি:

সংবাদ পরিবেশনে মানবিক দৃষ্টিভঙ্গি সমাজের প্রতি দায়িত্বশীলতা জাগিয়ে তুলে উল্লেখ করে হার্ট কেয়ার ফাউন্ডেশন, কুমিল্লা-বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট কার্ডিওলজিষ্ট অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেছেন, বস্তুনিষ্ঠ ও মানবিক সাংবাদিকতা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ধরণের সাংবাদিকতার প্রয়োজনীয়তা কখনোই শেষ হয়ে যায় না। এটি সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় সাহায্য করে, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে। এ রকম সাংবাদিকতা পাঠকের হৃদয়ে এবং সমাজে অনন্তকাল বেঁচে থাকে। অনলাই প্ল্যাটফর্মে কুমিল্লা থেকে প্রকাশিত ‘প্রতিসময়’ নিউজ পোর্টাল এর প্রতিষ্ঠার পাঁচ বছরে বস্তুনিষ্ঠ ও মানবিক সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের জায়গাটি ধরে রাখতে পেরেছে। সততা ও আদর্শের পথ ধরে সংবাদ পরিবেশনের এই সাফল্য ‘প্রতিসময়’কে আরও পাঠকপ্রিয়তা করে তুলবে।
শনিবার (১৯ জুলাই) কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল প্রতিসময়ের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক অভিবাদন সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রতিসময় সম্পাদক নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিসময়ের প্রধান সম্পাদক সাদিক হোসেন মামুন।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউট, কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী।
অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখায় প্রতিসময়’র পক্ষ থেকে ৫ জনকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। তারা হলেন- জনকল্যাণ ও শিক্ষা বিস্তারে মরণোত্তর সম্মাননা মরহুম আলহাজ জুনাব আলী, রোটারি ইন্টারন্যাশনালের ‘সার্ভিস এভাব সেল্ফ অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করায় রোটারিয়ান অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, স্কাউটিং আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লায় প্রথম অনলাইন প্লাটফর্মে সাংবাদিকতায় চ্যালেঞ্জিং ভূমিকা রাখায় সিটিভি নিউজ২৪ সম্পাদক ওমর ফারুকী তাপস, অপরাধ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে সাহসী ভূমিকা রাখায় যুগান্তর কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের এবং মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও মাদকাসক্তদের পুনর্বাসনে ভূমিকা রাখায় দর্পন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র।
অনুষ্ঠানে মাঠ পর্যায়ে রিপোটিংয়ে প্রশংসনীয় ভূমিকার জন্য প্রতিসময় প্রতিনিধি সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির সহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
পরে কেক কেটে প্রতিসময়ের ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD