নেকবর হোসেন
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিগমা ইকোটেক লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে বর্জ্য অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে।
অভিযানকালে বিশ্বরোড সংলগ্ন বিএসটিআই অফিসের দক্ষিণ পার্শ্বে হাওড়াতলী এলাকায় কুমিল্লা ইপিজেডের সেন্ট্রাল ইটিপি’র অন্তর্গত সিগমা ইকোটেক লিমিটেড কর্তৃক স্লাজ বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(গ) লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪,০০,০০০ টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়। পাশাপাশি, দূষণকারী বর্জ্য দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার পরিদর্শক চন্দন বিশ্বাস প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা, সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ ও পরিদর্শক জোবায়ের হোসেন। উপজেলা পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।