1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় নানা আয়োজনে উদযাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী - Dainik Cumilla
রবিবার, ১১ মে ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান গ্রেফতার কুমিল্লার সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার কুমিল্লায় তরুন উদ্যোক্তা তৈরী করতে ‘ডিজিটাল গুরুর’ যাত্রা ব্রাহ্মণপাড়ায় সমলয় প্রদর্শনীর ধান কম্বাইন হারভেস্টারে কর্তনের উদ্বোধন কুমিল্লায় নানা আয়োজনে উদযাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী নাঙ্গলকোটে যুবদলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা নাঙ্গলকোটে বিএনপি’র দু’ গ্রুপের সংঘর্ষ, আহত-১২ ইউএনও নিজে কম্বাইন হারভেস্টারে কর্তন করলেন প্রদর্শনীর ধান কুমিল্লায় অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে এড. সেলিমসহ ৮ জন গ্রেফতার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লায় নানা আয়োজনে উদযাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী

  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার সংস্কৃতি অঙ্গনে আজ নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী।

বৃহস্পতিবার (৮ মে) দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ মুখরিত ছিল কবিপ্রেমীদের পদচারণায়।
সকাল সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত ‘হৃদয়ে রবীন্দ্রনাথ’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর বেলা এগারোটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, বিশিষ্ট গবেষক ও লেখক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, গবেষক শ্যামপ্রসাদ ভট্টাচার্য, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল হাসনাত বাবুল, সাংবাদিক ও লেখক মোতাহের হোসেন মাহাবুব, ক্রীড়া ও যুব বিভাগ সভাপতি নজির আহমেদ, এবি পার্টি জেলা মহানগর সদস্য সচিব গোলাম মোহাম্মদ সামদানী, এবং জাসাস সভাপতি মনজুরুল আলম ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নজরুল ইনস্টিটিউটের জেলা কর্মকর্তা মো. আল আমিন হোসেন।

আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের বিভিন্ন দিক এবং বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যটি বক্তাদের আলোচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD