নিজস্ব প্রতিদেক:
কুমিল্লা সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় তাকে সংরাইশ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর তাঁকে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়।জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গত
রোববার রাতে ঝটিকা মিছিল করার মামলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর আদালতে প্রেরণ করা হবে।