1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ - Dainik Cumilla
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন কুমিল্লায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী দাউদকান্দির গণমাধ্যম কর্মীদের স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচনের জন্যই ১৭ বছর লড়াই করেছেন তারেক রহমান: ব্যারিস্টার মামুন নাঙ্গলকোটের মাহিনী বাজার ও কুকুরীখিল গ্রামে অস্ত্রের মহড়া, ৬ বাড়ি, গাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর চৌদ্দগ্রামে দুর্ঘটনাজনিত অসুস্থ কর্মীর খোঁজখবর নেন জামায়াত নেতৃবৃন্দ অপপ্রচার রুখতে মুরাদনগর এনপিপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে কুবি সাংবাদিকদের প্রশিক্ষণ বুড়িচংয়ে খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান শুরু: জনগণের সহযোগিতা চাইলেন ইউএনও দেবীদ্বারে দুই ‘জুলাই যোদ্ধা’কে অটোরিকশা উপহার

কুমিল্লায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৯৬ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ইমাম হোসেন(২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২ টার পর ওই গৃহবধূর বসত ঘরে এ গণধর্ষণের ঘটনা ঘটে।আটক ইমাম হোসেন উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল গ্রামের উত্তরুপূর্ব পাড়ার আশ্রাফ হাজী বাড়ীর মৃত. ছবর আলীর ছেলে।শনিবার (১৯ এপ্রিল) আটককৃতকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ঘরের দরজা ভেঙে ৩ যুবক ঘরে ডুকে ওই গৃহবধূকে ওরনা দিয়ে মুখ বেধেঁ লোহার শিকল দিয়ে হাত পায়ে তালা মেরে ঘন্টাব্যাপি গণধর্ষণ করে। ঘরে থাকা ১ লাখ ৭১ হাজার টাকা ১০ আনা স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।

ভূক্তভোগী ওই গৃহবধূ জানায়, বৃহস্পতিবার প্রতিদিনের মত দুই বছরের শিশু কন্যাকে নিয়ে ঘুরের মধ্যে ঘুমিয়ে পড়ে, পাশের রুমে ৭০ বছর বয়সী অসুস্থ বৃদ্ধা শাশুড়ী ঘুমিয়ে ছিলেন, রাত ১২ টার পর ঘরের দরজা ভেঙে ৩ যুবক ঘরে ডুকে ওরনা দিয়ে মুখ বেধেঁ লোহার শিকল দিয়ে হাত পায়ে তালা মেরে তিনজন মিলে তাকে ধর্ষণ করেন। এসময় অন্য ঘরে থাকা নগদ ১ লাখ ৭১ হাজার টাকা ও ২ জোড়া কানের দুল, দলিলপত্র নিয়ে যায়। তার অসুস্থ শাশুড়ীর চিৎকারে লোকজন এসে থানায় খবর দেয়।

এ ঘটনায় গতকাল শুক্রবার (১৮ এপ্রির) ভুক্তভোগী গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে অভিযোগটিকে মামলা হিসেবে রেকর্ড করেছে। মামলায় দুজনের নাম উল্লেখ করে একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল রাতেই অভিযান চালিয়ে মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করা হয়েছে। গতকাল রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ইমাম হোসেনকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কুমিল্লার আদালতে পাঠানোর হয়েছে। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে। এ ছাড়া মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD