1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক - Dainik Cumilla
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিকদলের শ্রমিক সমাবেশ চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফ মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা নাঙ্গলকোটে বলৎকারের পর শিশুকে হত্যা, কিশোর আটক ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতির উদ্যোগে যাকাত তহবিল থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী কুমিল্লা সাংস্কৃতিক জোটের ধারাবাহিক নেতৃত্বের পালাবদল সম্পন্ন বর্ষসেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন মোঃ আশিকুর রহমান শিশির

ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৪২ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপির বিজিবি সদস্যরা গতকাল (১৬ মার্চ) একটি সফল অভিযান চালিয়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে। আটককৃতরা হলেন সঞ্জিত দেব বর্মা (৩০) ও বিমল দেব বর্মা (২৩)। তাদের আটক করা হয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী কৈখলা এলাকা থেকে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
এসব ভারতীয় নাগরিক পাসপোর্ট বিহীনভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। তারা ভারতের সিপাহী জেলার মধুপুর থানার কোনাবন গ্রামের মৃত ধীরেন্দ্র দেব বর্মার ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। তারা পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছিল।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, “আটককৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় সোপর্দ করা হয়েছে।”
এই অভিযানে বিজিবি সদস্যদের কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিজিবি আরও জানায়, তারা ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD