1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার হযরতপাড়া এলাকায় ভূমি বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৪ - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লার হযরতপাড়া এলাকায় ভূমি বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৪

  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক ।।

কুমিল্লা নগরীর ১৮নং ওয়ার্ডের হযরতপাড়া এলাকায় পারিবারিক ও প্রতিবেশীদের মধ্যে ভূমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ চারজন আহত হয়েছে। এ বিষয়ে আয়েশা আক্তার কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজহারে পাঁচজনের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বাদীর সঙ্গে আসামিদের মধ্যে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে। আসামিরা অত্যন্ত উশৃঙ্খল প্রকৃতির এবং বাদী ও সাক্ষীদের নানা ভাবে হয়রানি ও অত্যাচার করে আসছে।

মামলার বিবরণে বলা হয়, আসামিরা আইন অমান্য করে পূর্বপরিকল্পিতভাবে রাতের অন্ধকারে তাদের বিল্ডিং নির্মাণ করতে থাকে এবং বাদীর চলাচলের রাস্তার জায়গায় অবৈধভাবে নির্মাণকাজ চালায়। বাদীর ছেলে বিপ্লবসহ অন্যান্য সাক্ষীরা তাদের বাধা দিলে, আসামিরা তাদের উপর হামলা চালায়।

ঘটনার দিন ৮ মার্চ ২০২৫, শনিবার সন্ধ্যা ৭:৪০ মিনিটে, আসামিরা নির্মাণকাজ অব্যাহত রাখলে এবং বাদীর ছেলে বিপ্লব বাধা দিতে গেলে তারা উত্তেজিত হয়ে যায়। এক পর্যায়ে, ২নং আসামি ইয়াসিন মিয়া লাঠি দিয়ে বিপ্লবের বুকে, পিঠে এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে আঘাত করে। ১নং আসামি ইউসুফ মিয়া বিপ্লবকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে তার মাথায় গুরুতর জখম করে। বিপ্লবের স্ত্রী উর্মি তাকে রক্ষা করতে গেলে, ৩, ৪ ও ৫নং আসামি জুম্মন, জিসান এবং আসিফ তাকে মাটিতে ফেলে দেয়।

এছাড়া, ৩নং আসামি জুম্মন উর্মির শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং ৫নং আসামি আসিফ ইট নিক্ষেপ করে বাদীর বাম পায়ে মারাত্মক জখম করে। ৪নং আসামি জিসান বিপ্লবকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং একই সময়ে বাদীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

এ ঘটনার পর, আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় বাদী ও সাক্ষীদের হুমকি দেয়। তারা বলে, বাদী ও তার পরিবারের সদস্যদের বাড়িঘর দখল করে নেবে এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে।

আহত বিপ্লবকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মাথায় আটটি সেলাই পড়ে। পরবর্তীতে চিকিৎসা শেষে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নেন।

এ ঘটনার বিচার দাবিতে ১২ মার্চ কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন হামলার শিকার হযরতপাড়া এলাকার মোঃ জামাল আহমেদ ও আয়েশা আক্তার। তারা জানান, দীর্ঘদিন ধরে তাদের পূর্বপুরুষের ভূমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। প্রতিপক্ষ আদালতের আদেশ অমান্য করে সেখানে অবৈধভাবে ইমারত নির্মাণের চেষ্টা করে এবং বাধা দিলে তাদের ওপর হামলা চালায়। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD