1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৮ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
আসছে ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন। সূচনা বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. তোফায়েল আহমেদ ভূইয়া।
সভায় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, সিনিয়র স্টাফ নার্স রোকসানা বেগম, মোসা. রাজিয়া সুলতানা, বকুল আক্তার, মধু মিতা পাল, স্বাস্থ্য পরিদর্শক মনজুয়ারা বেগম, সেলিনা আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মঈন উদ্দিন, মোসা. নাছরিন সুলতানা, তাছলিমা আক্তারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, এ বছর ব্রাহ্মণপাড়া উপজেলায় ৩৬,৮৮০ জন শিশু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে। এর মধ্যে ৩,৮৯৭ জন শিশু নীল রংয়ের এবং ৩২,৯৮৩ জন শিশু লাল রংয়ের ক্যাপসুল পাবে।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন এবং গুরুতর অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল না খাওয়ার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD