নিজস্ব প্রতিবেদক, লাকসাম :
কুমিল্লার লাকসাম প্রেসক্লাবের আয়োজনে ভাষা সৈনিক সাংবাদিক আব্দুল জলিল স্মৃতি হোন্ডা-ফ্রীজ কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে কুমিল্লা একাদশকে ১-৩ গোলে হারিয়ে বরুড়া বর্ণমালা একাদশ জয়লাভ করে।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বরুড়া একাদশের শাহাদাত হোসেন।
সাংবাদিক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে লাকসাম স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন, ভাষা সৈনিক সাংবাদিক আব্দুল জলিলের ছেলে, সাপ্তাহিক লাকসাম পত্রিকার সিইও কামরুদ্দিন সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক আব্দুল জলিলের নাতি ক্রোয়েশিয়া প্রবাসী আব্দুল্লাহ আল মাহমুদ শুভ, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফরাতুল করিম রিমু, আপ্যায়ন সম্পাদক আবুল হোসেন বাবুল, সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। নানা বয়সের শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, আশিকুর রহমান। সহকারী হিসেবে ছিলেন, জাহাঙ্গীর আলম ও সোহেল ভুইয়া। ফোর্থ রেফারি ছিলেন, এনায়েত উল্লাহ হেজাজি। ম্যাচ কমিশনার ছিলেন, রাসেল আহমেদ।
টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ১৬টি দল অংশগ্রহণ করছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় একই ভেন্যুতে লাকসাম আল-আমিন স্পোর্টিং ক্লাব ও চৌদ্দগ্রাম বয়েজ ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।
ছবির ক্যাপশন-
লাকসামে ভাষা সৈনিক আব্দুল জলিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় অতিথি ও খেলোয়াড়বৃন্দ