মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম মাস্টারকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বাদ যোহর উপজেলার শিদলাই ইউনিয়নের দক্ষিণ শিদলাই আলী আকবর মুন্সি বাড়ির ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্বজনরা পারিবারিক কবরস্থানে তার লাশের দাফন সম্পন্ন করেন।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপপরিদর্শক (এসআই) আবুল হাচানাত, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, শিদলাই ইউনিয়ন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা অহিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছ, বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম (৭০) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ হয়ে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) ১১টা ১৫ মিনিটে মৃত্যুবরণ করেন। মরহুম মনিরুল আলম উপজেলার মহালক্ষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন সহকারী শিক্ষক ছিলেন। গত ১৫ বছর পূর্বে শিক্ষকতার চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও চার ছেলে এবং ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।