1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজমাল হাসান, কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম সারওয়ার, সমবায় কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উম্মে তামিমা মুন্নী, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আব্দুল হালিম, তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত, মাধবপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
সভায় বিভিন্ন দপ্তর প্রধানগণ তাদের নিজ নিজ দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তোলে ধরেন। এছাড়া ইউপি চেয়ারম্যানগণ তাদের ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কার্যক্রম উপস্থাপন করেন।
এসময়, চলমান উন্নয়ন কর্মকান্ড সমূহ নিষ্ঠার সাথে সুচারুরূপে বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এছাড়াও সভায় অন্যান্য বিভাগের বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD