1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত। গতকাল শনিবার সকালে ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল রেলগেইটে গিয়ে শেষ হয়। ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কে ৬ কিলোমিটারের এ দৌড় প্রতিযোগিতা উপজেলার বিভিন্ন এলাকার থেকে ১৯ থেকে ৩৯ বছর বয়সী ৫৮ জন প্রতিযোগি অংশ নেন।
এসময়, ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িঘর থেকে স্থানীয় লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যায় এবং জনসাধারণ দৌড় প্রতিযোগিতাটি উপভোগ করেন।
ব্যাপক মানুষের ঢল নামলে শৃঙ্খলা রক্ষার্থে থানা পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এবং সাহেবাবাদ ডিগ্রি কলেজের বিএনসিসি’র শিক্ষার্থীরা দায়িত্ব পালন করেন।
সকাল ১০টায় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, ম্যারাথন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সদস্য ও স্থানীয় প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, গোলাম কিবরিয়া অপু, সহকারী অধ্যাপক মো. আমীরুল ইসলাম, ক্রীড়া সংস্থার সদস্য ও ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার এএইচএম রকিব প্রমূখ উপস্থিত ছিলেন।
৬কিলোমিটারের এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রামের ওয়ালি উল্লাহ নামের এক যুবক প্রথম স্থান অর্জন করেন৷ এছাড়া প্রাথমিক ভাবে সনাক্ত হওয়া চারজনের মধ্য থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বাছাই শেষে পুরস্কার বিতরণের কথা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD