1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার ‘বিজয়ের কবিতা’ আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

কুমিল্লায় ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার ‘বিজয়ের কবিতা’ আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮০ বার পঠিত

 

 

খলিলুর রহমান,প্রতিনিধি ।।

গতকাল (২৪ ডিসেম্বর) কবি নজরুল ইন্সটিটিউটে আবৃত্তি সংগঠন ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার ‘বিজয়ের কবিতা’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন, পালাকার সায়িক সিদ্দিকী, ধ্বনিচিত্র বিনিমার্ণ পাঠশালা এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: আল-আমিন, শব্দশ্রুতি আবৃত্তি সংগঠন এর সভাপতি গোলাম মোস্তফা ও সদস্য দেওয়ান আহনাফ হাসান ,ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক রোমানা রুমি,শাণিত উচ্চারণ আবৃত্তি সংগঠনের সভাপতি জিৎ নাথ, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সহ-সভাপতি অনিক দেব ও যুগ্ম-সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, কুমিল্লা কলেজ থিয়েটারের সদস্য মাহাদী, নুসরাত জাহান জিউ,ফারিহা ইসলাম পুন্য, অজিতগুহ কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক কিবরিয়া হাসিব ও সদস্য সৌরভ চন্দ্র দাস,কবিতা বৃত্তের সদস্য শামসুন্নাহার শেফা, পরম্পরা আবৃত্তি সংগঠন এর মৃণালী রূপন্তী সাহা ও বৃন্দ পরিবেশনার ছোট্ট বন্ধুরা সহ ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালা এর বর্তমান সদস্যবৃন্দ এবং কুমিল্লা’র বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ।

 

এসময় উপস্থিত অতিথি বৃন্দ ও আবৃত্তি শিল্পীগণ মহান বিজয় দিবসের গৌরব গাঁথা ইতিহাস ও বাঙালি জাতির বীরত্ব নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং কবিতা আবৃত্তি করেন। সম্প্রতি প্রয়াত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ কে উৎসর্গ করে শুরুতেই ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু করে ধ্বনিচিত্র বিনিমার্ণ পাঠশালা।

 

উক্ত বিজয়ের কবিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালা এর সভাপতি সুমাইয়া আক্তার এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো:আশিকুর রহমান শিশির। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি শরিফা বেগম ও সাংগঠনিক সম্পাদক রোকসানা আক্তার তামান্না।
পরিশেষে, সকল সংগঠনের সদস্যদের বিজয়ের কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে সংগঠনটির উক্ত কার্যক্রমের সমাপ্তি ঘটে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD