1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী ও কর্মমুখী মানুষের মুক্তির দিশারী -ড. সৈয়দ সরওয়ার সিদ্দিকী - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী ও কর্মমুখী মানুষের মুক্তির দিশারী -ড. সৈয়দ সরওয়ার সিদ্দিকী

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

 

মনোহরগঞ্জ প্রতিনিধি।।
মানুষ আশরাফুল মাখলুকাত; সৃষ্টির সেরা জীব। মৃত্যুর পরে আমাদের সকলকে মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দিতে হবে দুনিয়ার সকল কর্মের হিসাব।তাই শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মমুখী ও শ্রমজীবি মানুষের মুক্তির দিশারী হিসাবে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

তিনি বলেন, আপনারা প্রতিটি গ্রামে, পাড়া-মহল্লায়, ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিবেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী মানে সমাজকর্মী, মূল্যবোধ সমৃদ্ধ মানবাধিকার প্রতিষ্ঠার কর্মী। মানবতার চরম অবক্ষয়ের এই ক্রান্তিলগ্নে আপনাদেরকে এর জিম্মাদারী নিতে হবে। দিশেহারা, পথহারা, সুদ-ঘুষ, অন্যায়-অত্যাচারে নিষ্পেষিত এই জাতিকে আলোকবর্তিকা দেখানোর জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীদের মশাল হাতে এগিয়ে আসতে হবে। দেড় হাজার বছর আগে হেরার গুহা থেকে যে আলোকবর্তিকা বিশ্ববাসীকে আলোকিত করার জন্য প্রজ্জ্বলিত হয়েছে আমরা ৫৫ হাজার বর্গমাইলের এই জমিনে সেই কোরআনের মশাল প্রজ্জ্বলিত করতে চাই।

শুক্রবার মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবদুল গোফরান ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শাহাবুদ্দিন হায়দার, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ফয়েজুর রহমান, সহ-সেক্রেটারি সাইফুল বারী তুহিন, হাফেজ আবদুল্লাহ আল নোমান, জামায়াতের যুব বিভাগের সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিমসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জামায়াত নেতৃবৃন্দ।
পরে উপস্থিত কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে দ্বি-বার্ষিক সম্মেলনে নির্বাচিত সভাপতি ডাঃ মোহাম্মদ উল্লাহ, সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম,
সহ-সভাপতি শহিদুল ইসলাম লাদেন, শিব্বির আহমেদ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মোশারফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন টিপু, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন শামীমসহ ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD