মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গনে কলেজের আয়োজনে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারীদের মাঝে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রভাষক সাইফুল ইসলাম ও জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য যথাক্রমে আতাউর রহমান, আব্দুল মোমেন, শিমুল, আব্দুল মতিন সরকার। উপস্থিত ছিলেন আবু জাহের পুলিশ, নসু মিয়া, জানু মেম্বারসহ সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।