1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের দুই দফা নায্য দাবি সম্বলিত ব্যানার উত্তোলন - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

কুমিল্লায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের দুই দফা নায্য দাবি সম্বলিত ব্যানার উত্তোলন

  • প্রকাশিতঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা জেলা কমিটির আয়োজনে স্বাধীন বিচার বিভাগীয় আলাদা সচিবালয় প্রতিষ্ঠাসহ দুই দফা নায্য দাবি সম্বলিত ব্যানার উত্তোলন করা হয়।

রবিবার (১ ডিসেম্বর ২০২৪ইং) সকাল ১০টায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে ব্যানার উত্তোলন করা হয়।

এ সময় দুই দফা দাবি আদায় আদায়ের লক্ষ্যে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বক্তব্য রাখেন- বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চট্রগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য ও জেলাজজ আদালতের ভারপ্রাপ্ত নাজির বিল্লাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: শাহজাহান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন এবং সেরেস্তাদার আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জজশীপ-ম্যাজিস্ট্রেসীর কর্মচারীগণ।

দাবী সমূহ :

১) বিচার বিভাগের জন্য সুপ্রীমকোর্টের অধীনে পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান।

২) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণের নিয়োগ, বিদ্যমান ব্লক পদ বিলুপ্তি করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রনয়ণ করা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD