1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের দুই দফা নায্য দাবি সম্বলিত ব্যানার উত্তোলন - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের দুই দফা নায্য দাবি সম্বলিত ব্যানার উত্তোলন

  • প্রকাশিতঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা জেলা কমিটির আয়োজনে স্বাধীন বিচার বিভাগীয় আলাদা সচিবালয় প্রতিষ্ঠাসহ দুই দফা নায্য দাবি সম্বলিত ব্যানার উত্তোলন করা হয়।

রবিবার (১ ডিসেম্বর ২০২৪ইং) সকাল ১০টায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে ব্যানার উত্তোলন করা হয়।

এ সময় দুই দফা দাবি আদায় আদায়ের লক্ষ্যে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বক্তব্য রাখেন- বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চট্রগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য ও জেলাজজ আদালতের ভারপ্রাপ্ত নাজির বিল্লাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: শাহজাহান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন এবং সেরেস্তাদার আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জজশীপ-ম্যাজিস্ট্রেসীর কর্মচারীগণ।

দাবী সমূহ :

১) বিচার বিভাগের জন্য সুপ্রীমকোর্টের অধীনে পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান।

২) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণের নিয়োগ, বিদ্যমান ব্লক পদ বিলুপ্তি করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রনয়ণ করা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD