মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আবু তাহের এর স্মৃতি স্মরণে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় শশীদল ইউনিয়নের বাগড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান রিফাত এর সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ। উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোরশেদ আলম, ইউপি সদস্য আল মামুন, মুক্তিযোদ্ধা বীর বিক্রম আবদুল বারী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, নুরুন্নবী, মোঃ ইউছুফ সরকার, আনোয়ার হোসেন বাদলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ ও উত্তর তেতাঁভূমি স্পোর্টিং ক্লাব অংশগ্রহন করেন। এসময় শত শত ফুটবলপ্রেমী খেলা উপভোগ করেন।