মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জায়গা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে৷ এলাকাবাসী ও থানার লিখিত অভিযোগ সুত্রে এবং শশীদল উত্তর পাড়া এলাকার মৃত আলী আশরাফের ছেলে মোঃ ফয়েজ আহাম্মদ বলেন গত-২৬/১০/২০২৪ইং তারিখ বিকাল আনুমানিক ৫:০০ টার সময় ব্রাহ্মণপাড়া উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল পাঁচ পীয় মাজারের দক্ষিণ পূর্ব পাশে জেলা পরিষদ কর্তৃক লিজকৃত সম্পক্তিতে ঘর করতে গেলে ১. মোঃ জামশেদ (৪০), পিতা-মৃত আব্দুর রহমান, ২. মোঃ রনি হাছান (৩০), পিতা-মৃত আব্দুর রউফ, ৩. মোঃ শফিক (৫৬), পিতা-মৃত আব্দুর রহমান -উত্তর শশীদল (দক্ষিণপাড়া) অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জন আমাদের কাজে বাধা প্রদান করে৷ গত-০৬/১০/২০২৪ইং তারিখ জেলা পরিষদ, কুমিল্লা হইতে জেলা পরিষদের আওতাধীন সালদানদী রাস্তার পূর্ব পাশে উত্তর শশীদল মৌজার ৭২৮ নং দাগে ৬০’x৮’ ৪৮০ বর্গফুট ভূমি বানিজ্যিক কাজে ব্যবহারের নিমিত্তে নিজে গ্রহণ করি। গত- ২৪/১০/২০২৪ইং তারিখ মোঃ রফিকুল ইসলাম আমি সহ আরো ০৫ জনের নামে উক্ত ভূমি লিজের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আমাদের নামে দখল হস্তান্তর করেন। তারই ধারাবাহিকতায় গত- ২৬/১০/২০২৪ইং তারিখ সকাল বেলা আমি উক্ত ভূমিতে একটি একচালা টিনসেড ঘর নির্মাণ করি। আমি ঘর নির্মাণ করে বাড়িতে যাওয়ার পর বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকার সময় তারাসহ অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জন পূর্ব পরিকল্পিতভাবে হাতে লাঠি-সোটা নিয়া জমিতে প্রবেশ করে আমার নির্মিত একচালা টিনসেড ঘরটি ভেঙ্গে ফেলে। এসময় তাদের সাথে কথা কাটাকাটির হয়৷ এঘটনাকে তারা পুজি করে আমাদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করাসহ সামাজিক ভাবে ছোট করার চেষ্টা করছে৷ তারা অনেকেই মাধক চোরা চালানের সাথে জরিত৷ আমার লিজকৃত জায়গায় গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বিভিন্ন ভাবে৷ প্রকৃত ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি৷