1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড - Dainik Cumilla
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী কুমিল্লায় ৪০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক ডিসি পার্ক’ ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে এক পোল্ট্রি খামারী মালিককে জরিমানা কুমিল্লা বিআরটিএ অফিসে দুদকের অভিযান কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, মাদকসহ আটক ৪ নেকবর হোসেন সুস্থভাবে বেঁচে থাকার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ বুড়িচং উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন কুবি‘র বিজয় ২৪ হলে অভিযানে মাদক উদ্ধার, জড়িত ছাত্রলীগ নেতা ও ৩ শিক্ষার্থী কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও শান্তি নষ্ট করার দায়ে তানভীর হাসান হৃদয় নামের এক মাদকসেবিকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ( ৭ অক্টোবর ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফারহানা পৃথা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত তানভীর হাসান হৃদয় ( ২৯ ) উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকার মো. আবু তাহেরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকসেবি তানভীর মাদক সেবন করে মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করে। মাদকের টাকা চেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিরক্তিকর আচরণ করে। এতে বাধ্য হয়ে পরিবারের লোকজন উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে মাদক সেবন ও পরিবারের সদস্যদের মারধর এবং বিরক্তিকর আচরণের অভিযোগ স্বীকার করায় ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফারহানা পৃথা বলেন, মাদক সেবন ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ স্বীকার করায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারায় তানভীর হাসান হৃদয় নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD