মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিদলাই বড়বাড়ী গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে স্কুলের সভাপতি ডাঃ সরকার ফারুক আহমেদ এর আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে মেডিকেল টিমের প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডাঃ নওশের আলম। এছাড়া আরো চিকিৎসক হিসাবে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন শিশু ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ নূর ও ডাঃ রাফি, মেডিসিন, চর্ম, যৌন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইব্রাহিম ও ডাঃ সাওবিদ, নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাঃ সরকার ফারুক আহমেদ, গাইনী বিশেষজ্ঞ ডাঃ ফারজানা লিলি ও জেনারেল বিশেষজ্ঞ ডাঃ ফেরদৌসী বেগম, দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ রিপন সরকার। মেডিকেল ক্যাম্পে সার্বিক সহায়তা করেন ওমর ফারুক, মোরশেদ আলম, শাহ আলম সরকার, জহিরুল ইসলাম, বাবুল পুলিশ, ফয়েজ আহম্মেদ, লিটন সরকার, জমির হোসেন সরকার। এসময় বড়বাড়ী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসাঃ শিউলি বেগমসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্যাম্পে প্রায় ৬শত রোগী ফ্রি চিকিৎসা গ্রহন করেন।