সাকলাইন যোবায়ের ।।
রাত পোহালেই ( ১৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার ভেলেন্টাইন ডে বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসা দিবসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানের ন্যায় কুমিল্লাতেও ফুলের দোকানের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। ভালবাসা দিবসকে সামনে রেখে নগরীর কান্দির পাড়, পুলিশ লাইন,
ঝাউতলা,রেসকোর্স, জিলাস্কুল রোড,রাজগঞ্জ,চকবাজার,তেলিকোনা চৌমুহনী, হাউজিং এস্টেট, নুরপুর এবং মোগলটুলিসহ নগরীর সব জায়গায় ফুল বিক্রি করেছে মৌসুমি ফুল ব্যাবসায়ীরা। বিকাল থেকেই ফুলের দোকান গুলোতে ক্রেতারা তাদের ভলবাসার মানুষের জন্য ফুল কিনছেন। বিশেষ করে দেখা যায় তরুন-তরুনী ও যুবক-যুবতীরা ফুল কিনছেন। হরেক রকমের গোলাপ, রজনীগন্ধা,বেলি,
জিপসিসহ নানা ধরণের ফুল বিক্রি হচ্ছে। তরুনীদের মাথার চুলে দেয়ার জন্য বাহারি রকমের ফুলের বেড়ি বানিয়ে বিক্রি করছেন ক্রেতারা। প্রতিটি গোলাপ প্রকার ভেদে ৩০ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে আর ফুলের মাথার বেরি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যে । কথা হয় নগরীর কান্দির পাড়ে ফুল কিনতে আসা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্স দিত্বীয় বর্ষের ছাত্রী প্রীতির সাথে, তিনি জানান কালকে ভেলেন্টাইন ডে তাই আমরা বান্ধবীরা ফুল কিনতে আসলাম। ফুলের বেড়ি মাথায় দিয়ে আমরা কাল ঘুরতে যাব।
নগরীর তেলিকোনা চৌমুহনীতে কথা হয় কলেজ ছাত্রী সুমাইয়ার সাথে। তিনি জানান, ভালবাসা দিয়ে দিবতে ফুল কিনা একটি ট্রেডিশন হয়ে গেছে তাই আমরা ফুল কিনতে এসেছি। অন্য দিনের তুলনায় দাম বেশি তারপরও কিনছি। আর বিভিন্ন ওকেশনে দাম বাড়বে এটাই স্বাভাবিক। তেলিকোনা চৌমুহনীর
ফুল বিক্রেতা মো. হাসান জানান, ভালবাসা দিবস উপলক্ষে আমরা ঢাকার শাহবাগ থেকে ফুল অন্য দিনের তুলনায় অনেক বেশি দাম দিয়ে কিনেছি। যার দরুন ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
কান্দিরপাড় এলাকার ফুল বিক্রেতা আবদুল হক জানান,ফুল হলো কাঁচামাল তাই ফুল ব্যাবসায় যেমন লাভ আশে তেমন লস ও আছে ৷ তবে বিকেল থেকে রাতে বিক্রি বেড়েছে। আশা করি কাল আরও বেশি বিক্রি হবে। দাম বেশি রাখায় বিষয়টি তিনি অস্বীকার করে বলেন,পরিবহন খরচ তাছাড়া ভালবাসা দিবস এর জন্য আমাদের বেশি দামে কিনতে হয়েছে তাই আমরাও ক্রেতাদের কাছে একটু বেশি দামে বিক্রি করছি।