স্টাফ রিপোর্টার
কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারী চালিত অটোরিকশা, ট্রাক ও বাস থেকে জিবির নামে চাঁদা তুলছে একশ্রেনীর লোক। জিবির নামে যানবাহন থেকে চাঁদাবাজি করার কারণে রাস্তায় তৈরি হচ্ছে যানজট। যার দরুন যাত্রীদেরকে পরতে হচ্ছে যানজটের কবলে। চৌদ্দগ্রামের কাশিনগর,উজিরপুর, কালিকাপুর,শ্রীপুর,শুভপুর ঘোলপাশা, মুন্সিরহাট এবং মিয়াবাজারসহ বিভিন্ন জায়গায় চলছে চাঁদাবাজি।
জিবির নামে এসব চাদাবাজ সম্পর্কে কারো কাছে তথ্য থাকলে এ নাম্বারে বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করবেন। ০১৬১৮৩৭২৬২৬।
চৌদ্দগ্রাম থেকে কুমিল্লায় আসা যাত্রী মাহমুদ উল্লাহ জানান, ব্যাটারীচালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা,বাস,ট্রাকসহ প্রায় সব যানবাহন থেকেই চাঁদা তোলা হয়।