1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
তিতাসে সিগারেট বাকি না দেয়ায় দোকানী হত্যার প্রধান আসামি আটক - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

তিতাসে সিগারেট বাকি না দেয়ায় দোকানী হত্যার প্রধান আসামি আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি.
কুমিল্লার তিতাসে দোকানী মানিক মিয়া (৩২)কে হত্যার ঘটনায় প্রধান আসামি বাহাউদ্দীনকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
আটককৃত বাহাউদ্দীন (৩৮) উপজেলা কানাইনগর গ্রামের নায়েব আলীর ছেলে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টায় উপজেলা জগতপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় বাহাউদ্দীনকে প্রধান আসামি ও তার ভাই জালালউদ্দিনসহ ৪ জনকে আসামি করে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা কানাইনগর গ্রামের নায়েব আলীর দুই ছেলে বাহাউদ্দীন ও জালালউদ্দীন, প্রতিবেশী ভূঁইয়া বাড়ীর মোখলেস ভূইয়ার ছেলে দোকানী মানিকের কাছে সিগারেট বাকী চায়। কিন্তু সিগারেট না থাকায় সে দিতে অপারগতা জানায়, এতে বাহাউদ্দীন ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে মানিকের সাথে হাতাহাতি করে। তারপর ঘর থেকে দা হাতে ,তার ভাই জালালউদ্দীনকে সাথে করে নিয়ে মানিককে কোপাতে আসে। তখন প্রতিবেশীদের বাধাঁর মুখে ব্যর্থ হয়ে তারা দুই ভাই আবারও বাড়ি গিয়ে ছুরি হাতে নিয়ে বাড়ির অন্যদিক দিয়ে ঘুরে এসে দোকানে ঢুকে জালালউদ্দীন মানিককে জাবড়ে ধরলে তার ভাই বাহাউদ্দীন গলায় ছুরি বসিয়ে দিয়ে রক্তাক্ত ও যখম করে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপারগতা জানালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় সময় পথিমধ্যে সে মৃত্যু বরণ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD