মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অত্যাবশ্যকী পণ্য নিয়ন্ত্রণ আইন এবং ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ২০ মার্চ (বুধবার) ব্রাহ্মণপাড়া বাজারে ৬ টি মোবাইল কোর্টের মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স ম আজহারুল ইসলাম এ জরিমানা করেন । এছাড়া অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের দায়ে একজন ব্যবসায়ী কে ৩০০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স ম আজহারুল ইসলাম ব্রাহ্মণপাড়া বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ও ভোক্তা অধিকার আইনে ৬ জন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ব্রাহ্মণপাড়া থানার একটি পুলিশের দল উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স ম আজহারুল ইসলাম বলেন ব্রাহ্মণপাড়ায় রমজানে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় হচ্ছে কিনা সে বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।