মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী’র বদলিজনিত বিদায় সংবর্ধণা ও নবাগত যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম এর বরণ সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় যুব উন্নয়ন কার্য্যালয়ের আয়োজনে যুব উন্নয়ন কার্য্যালয়ের আয়োজনে এই বিদায় ও বরণ সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবাগত যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম এর সভাপতিত্বে ও ক্যাশিয়ার তফাজ্জল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কার্য্যালয়ের সহকারি পরিচালক মোঃ নজরুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী অতিথি ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী। উপস্থিত ছিলেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান, মাহাবুবুর আলম ও মোঃ মিজানুর রহমান ভূইয়া, অফিস সহকারি ফজিলত বেগম, অফিস সহায়ক রহিমা আক্তারসহ যুব উন্নয়ন কার্য্যালয়ের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরীকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নবাগত কর্মকর্তা গোলাম আজমকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।