মোঃ রেজাউল হক শাকিল।।
পরিবারের সাথে অভিমান করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় শামীমা আক্তার (২২) নামের এক তরুনী আত্মহত্যা করেছে৷
গত রবিবার (১০ মার্চ) বিকালে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বসত ঘরের সিলিং ফেনের সাথে ওড়না পেছিয়ে আ/ত্মহ.ত্যা করে সে৷ এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার বেজুরা গ্রামের আনু সরদারের বাড়ির জাহাঙ্গীর আলম এর দ্বিতীয় মেয়ে শামীমা আক্তার (২২)৷ তার সম্মততিতে পরিবারের লোকজন শামীমার জন্য বিয়ের পাত্র দেখতে যায় দুপুরে৷ কিন্তু পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে কাউকে কিছু না জানিয়ে বিকাল ৩.৪৫ মিনিটের দিকে নিজ বসত ঘরের সিলিং ফেনের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে৷ বসত ঘরে আওয়াজ শোনে বাড়ির লোক জনের সহায়তায় শামীমা কে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে আনা হয়৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নুসরাত ফারজানা আক্তার জানান শামীমার অবস্থা আশঙ্কাজনক হয় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে৷ নিহত শামীমার চাচা আলমগীর হোসেন বলেন ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতাল থেকে কুমিল্লা নেয়ার সময় রাস্তায় শামীমা মারা যায়৷ ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিকউল্লাহ বলেন আত্মহত্যার বিষয়টি আমরা জেনেছি৷ ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে