মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত জেলা পর্য্যায়ের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ "মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে" এইচএসসি পরীক্ষা-২০২২ এ অভাবনীয় সাফল্যে অর্জন করায় কলেজের প্রতিষ্ঠাতা, গভর্নিং বডির সদস্য, শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রী, অভিভাবক এবং শুভাকাঙ্খীদের অংশগ্রহনে এক বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় কলেজের আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গনে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
জানা যায়, এ বছর কলেজের বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে ৫৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ- ৫ পেয়েছেন ২৮৬ জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৯৯.৮২%।
এছাড়া সাবেক আইনমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত এডভোকেট আব্দুল মতিন খসরু'র জন্মদিন উপলক্ষে কলেজ মিলনায়তনে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরীর নের্তৃত্বে ও কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়নসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা সফিউল্লাহ।