খলিলুর রহমান।।
কুমিল্লার দেবিদ্বারে মোহাম্মদপুর গ্রামে মাহে রমজানকে সামনে রেখে ৫ শত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে জিএফবি গ্রুপ ও নিউ জার্সি বাংলাদেশী কমিউনিটি'র অর্থায়নে চাল, ডাল, বুট, আলু, তেল, চিনিসহ ২২ কেজির করে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা এম এ ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকামতা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, ১৬ নং মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম (মাস্টার), দেবিদ্বার প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল বাশার,মোশারফ হোসেন ভুইয়া, রাজু আহমেদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিন্দাবাদ প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এম এ ওয়াদুদ বলেন- 'বন্ধু উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা বিভিন্ন গঠনমূলক ও সেবামূলক কাজ করে আসছি। আমাদের বিভিন্ন সেবার মধ্যে 'বিনামূল্যে চোখের ছানির অপারেশন' অন্যতম। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চসহ মোট ৫৫টি জেলায় আমরা এই কার্যক্রম পরিচালনা করেছি। ইতিমধ্যে ১১ হাজার রোগী বন্ধু উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে বিনামূল্যে এই সুবিধা গ্রহণ করেছে। ২০২৪ সালেও আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব। পাশাপাশি এই রমজানে দেবিদ্বার উপজেলার আরও কয়েকটি জায়গায় আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। ইনশাআল্লাহ।'