মোঃ রেজাউল হক শাকিল ।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও উপজেলা পরিষদ মডেল স্কুলের অধ্যক্ষ মরহুম মোঃ নাসির উদ্দিন এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মডেল স্কুল প্রাঙ্গনে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম। এসময় সাহেবাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মাকসুদুল আলম, সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোহাম্মদ জসিম উদ্দিন, মাষ্টার মোহাম্মদ ইমাম উদ্দিন আখন্দ, উপজেলা পরিষদ মডেল স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমানসহ উপজেলার সকল কিন্ডারগার্টেনের অধ্যক্ষরা উপস্থিত থেকে তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। সবশেষে তার বিদায়ী আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য গত ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ১টায় তার ব্রাহ্মণপাড়ার বাসভবনে ইন্তেকাল করেন। তিনি ছিলেন উপজেলার মানুষ গড়ার কারিগর। তার নিজ বাড়ী চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ইসলামপুর গ্রামে। তিনি দীর্ঘ ৩৩ বছর উপজেলায় শিক্ষকতা করেছেন।