খলিলুর রহমান।।
গতকাল (রবিবার) রাত আটটায় জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'যখন বৃত্তের বাইরে ' নাটক। নাটকটি মঞ্চায়িত করেছে ভিক্টোরিয়া কলেজের একমাত্র নাট্যসংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)। ভিসিটির প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলমের নির্দেশনায় নাটকটি সফলভাবে মঞ্চায়িত হয়েছে ।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন:
কমলাঃ ফারহানা আহমেদ,সরলাঃ মেঘা পাল,কাকি মাঃ খাদিজা আক্তার, কাকামনিঃ মো. রুবেল হোসেন, পঞ্চবটীঃ মোঃ সাব্বির আহমেদ,জামাইঃ লিটন মিয়া, গজাঃ ফয়েজ আহমেদ,বৌদিঃ ইশিতা ইশরাত, মধু মোল্লাঃ অনিক দেব, গাজীঃ সাব্বির আহমেদ সাব্বু,কালুঃ রোবায়েত অপি,হবির খাঁঃ এনামুল হক, ঠাকুর মশাইঃ হাসিবুল ইসলাম,করিমঃ পৃথুল দাস,শরাফতঃ মাকসুদা সুলতানা,কোরাসঃ সিনথিয়া, দীপিতা রায়, উম্মে মারিয়া, দুর্লভ সাইফুল,সরলার জামাইঃ হাবিবুল বাশার,পালকি বাহক১ঃ শাহীন ফারুক,পালকি বাহক ২ঃ সাগর বর্মন।
নাটকটির নেপথ্যে ছিলেনঃ
প্রযোজনা অধিকর্তা: পৃথুল দাস,শিল্প নির্দেশনা: মোঃ আশিকুর রহমান শিশির, সহযোগী নির্দেশনাঃ মোঃ রুবেল হোসেন,সহকারী নির্দেশকঃ লিটন মিয়া,পোশাক সরবরাহঃ এনাম চৌধুরী,পোশাক পরিকল্পনাঃ মাহমুদা হক অর্পা, দীপিতা রায়, প্রপস পরিকল্পনাঃ নিপা মজুমদার, আয়েশা আক্তার,রুনা, সেট ব্যবস্থাপনাঃ হাসিবুল ইসলাম, মিউজিকঃ ফয়সাল আহমেদ,
রূপসজ্জাঃ মেঘা পাল, আলোকসজ্জাঃ রনি দত্ত,
প্রযোজনা উপদেষ্টাঃ জিতেন্দ্রনাথ তরফদার, বিষ্ণুপদ সরকার, মোঃ আল-আমিন, খায়রুল বাশার বাঁধন, সোহাগ মিয়াসহ অন্যান্য কলাকুশলীদের সুনিপুণ পরিচালনায় মঞ্চায়িত হয়েছে 'যখন বৃত্তের বাইরে'। নাটকটির সার্বিক তত্ত্বাবধান করেছেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।
উল্লেখ্য যে, 'নাট্যচর্চার মাধ্যমে বিবেককে জাগ্রত কর'- এই স্লোগানকে ধারণ করে ২০০৯ সালের ২১শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার(ভিসিটি)। গত ১৫ বছর যাবৎ দেশ ও দেশের বাইরে মঞ্চনাটক করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সুনাম অব্যাহত রেখেছে সংগঠনটি ।