1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভারতের ফ্রেন্ডশিপ ক্যাম্পে যোগ দেয়ার ডাক পেয়েছেন ভিক্টোরিয়ার ফয়সাল - Dainik Cumilla
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার ৫ টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান; ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ নকলের দায়ে চৌদ্দগ্রাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার দাউদকান্দিতে ৩০ লাখ টাকার মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ১ চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে যুবক আটক জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে- বুড়িচংয়ে জেলা প্রশাসক রাস্তা শুধু ইট-পাথরের নয় এটা মানুষের জীবনরেখা: ডক্টর মোবারক হোসাইন লাকসামে সাংবাদিকদের হুমকিদাতাকে গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি মাদকসেবীর পক্ষে দাঁড়ালেন কুবির এক সমন্বয়ক ভর্তিচ্ছু শিক্ষার্থী সংকট; কুমিল্লা অঞ্চলে একাদশে ফাঁকা থাকবে দেড় লাখ আসন

ভারতের ফ্রেন্ডশিপ ক্যাম্পে যোগ দেয়ার ডাক পেয়েছেন ভিক্টোরিয়ার ফয়সাল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩১ বার পঠিত

খলিলুর রহমান।।

২য় ইন্দো-বাংলাদেশ স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্পে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহকারী রোভারমেট মো. ফয়সাল। ২৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত এই আসরে দার্জিলিং অবস্থান করবেন এই শিক্ষার্থী। কুমিল্লা অঞ্চল থেকে একমাত্র আমন্ত্রিত রোভার মো.ফয়সাল। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকেও একমাত্র আমন্ত্রিত রোভার এই শিক্ষার্থী। আমন্ত্রণ পাওয়া রোভার ফয়সাল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

দার্জিলিং অবস্থান করা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সহাকারী রোভারমেট মো. ফয়সাল জানান, তিনি কুমিল্লা থেকে একমাত্র তিনিই ফ্রেন্ডশিপ ক্যাম্পিংয়ে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। ২০১৮ সালে চালু হয় এই ক্যাম্পেইন কার্যক্রম। এটি দ্বিতীয় আসর। প্রথম আসরে না গেলেও এবার বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩১০জন স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। প্রাথমিক ভ্রমণ প্রক্রিয়া শেষ হওয়ার পর ২৫ ফেব্রুয়ারি রোভার সদস্যরা বাংলাদেশ থেকে রেল ভ্রমণের মাধ্যমে ভারতের দার্জিলিং শহরে পৌঁছান।

সেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া স্কাউটের সকল সদস্যদের যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে।তাদের ভিসা প্রসেসিং থেকে শুরু করে যাবতীয় সকল খরচ আয়োজক কতৃপক্ষ বহন করেছে ।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, ফয়সালের খবর জেনে আমি খুবই আনন্দিত। তাকে অভিনন্দন জানাই। ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা পৃথিবীর ছড়িয়ে আছে। সব জায়গায় সুনামের সাথে থাকুক । তাদের । তাদের সাফল্যে আমরা আনন্দিত। আমরা ভিক্টোরিয়া কলেজের সংগঠন গুলোর জন্য যা যা করা দরকার সব সহযোগিতা করে যাচ্ছি। আমাদের সন্তানরা আরও এগিয়ে যাক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD