মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ এর বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা ডাক বাংলোর সভাকক্ষে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হয়। এছাড়া ওই অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণপাড়ার পরিদর্শক আবদুল কাদিরকে একই সাথে বিদায় সংবর্ধনা দেওয়া হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা জয় বনিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিক উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসান, নির্বাচন কর্মকর্তা সুলতানা ইলিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম৷ যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহিদুল হাসান, পল্লী বিদ্যুতের এজিএম মো. আজহারুল ইসলাম আরবীর, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাসুম বিল্লাহ। এছাড়া দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মো. আনোয়ারুল ইসলাম এবং দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মো. ফারুক আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।