তিতাস (কুমিল্লা) প্রতিনিধি.
কুমিল্লার তিতাসে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে তিতাস উপজেলা দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মো. মহসিন বিন হাবিবের আয়োজনে রবিবার দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে কেক কেটে ও মিষ্টি বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান।
বিশেষ অতিথি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূঁইয়া,কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,কড়িকান্দি ইউপি সদস্য ছাইদুর রহমান ভূইয়া, সাংবাদিক শামসুদ্দিন আহাম্মেদ সাগর, নাঈম সরকার, মো. রিপন, সাকিব হোসেইন,আলমগীর,আব্দুল আজিজ,ইমাম হোসাইন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দৈনিক যুগান্তর পাঠক প্রিয় এবং দেশের শীর্ষ পত্রিকা। জন্মলগ্ন থেকেই এ পত্রিকাটি সত্য প্রকাশে অবিচল। এ ধারবাহিকতা বজায় আছে বলেই যুগান্তরের তুলনা নেই। বক্তারা তাদের বক্তব্যে প্রত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গঠনের অংশীদার হবার আহবান জানান।