নিজস্ব প্রতিবেদক।।
“জয় বাংলা-জয় বঙ্গবন্ধু”- এ শ্লোগান সামনে রেখে আসছে ৭ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে ১৪ ফেব্রুয়ারী বুধবার দুপুরবেলা কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ৭নং হল রুমে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এর এক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন তরুণ আইনজীবী তাপস চন্দ্র সরকার।
ওই সভায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ আইনজীবীগণকে যথা-সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, কুমিল্লা’র আহবায়ক এডভোকেট মোঃ ইউনুস ভূইয়া ও সদস্য সচিব এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন।