নিজস্ব প্রতিবেদক।।
“আমাকে খেলতে দাও” এ শ্লোগান সামনে রেখে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুর অধিকার রক্ষা জন্যে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মসূচি চলছে দেশের বিভিন্ন জেলা ও উপজেলাসহ দেশের সবকটি সিটি কর্পোরেশন এলাকায়। তারই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারী সোমবার বিকেলে কুমিল্লা মহানগরীর কালিয়াজুরী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় মাঠে আত্ম সুরক্ষা কৌশলের কর্মসূচি ট্রেনিং সেশান চলছে। ইতিমধ্যে জেলার প্রায় শিশু এবং কিশোর-কিশোরীকে আত্ম সুরক্ষার কৌশল শিখিয়েছে ইউনিসেফের আত্ম সুরক্ষা কৌশল কর্মসূচি (সেলফ ডিফেন্স প্রজেক্ট)। একজন নারী এবং একজন পুরুষ অভিজ্ঞ ট্রেনের দ্বারা এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে কুমিল্লা জেলায়।
জানা যায়- ইউনিসেফের সার্বিক সহযোগিতায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে চলছে আত্ম সুরক্ষার কৌশল প্রশিক্ষণ। আত্ম সুরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মসূচি বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে কাজ করছে। ইউনিসেফ বাংলাদেশের এক লক্ষ শিশুকে আত্ম সুরক্ষা কৌশল প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং ইউনিসেফ এর সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি একেকটি জায়গায় চার দিন হবে। ওই কর্মসূচীতেন একশো প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
আত্ম সুরক্ষা কৌশল প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করার জন্য এবং নারী ও শিশুদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য কাজ করছে। আত্ম সুরক্ষা কৌশল প্রশিক্ষণে ছয় থেকে আটারো বছর বয়স্ক ৮০ শতাংশ মেয়ে শিশু, ১৫ শতাংশ ছেলে শিশু এবং ৫ শতাংশ চিল্ড্রেন উইথ ডিজেবিলিটি ( CWD) অংশগ্রহণ করেন ।